বরিশালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, বর্তমান সরকার স্থানীয় নির্বাচন করতে পারবে না। তাই আগে তাদের সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। ছাত্ররা সরকার থেকে বেরিয়ে এসে নির্বাচন করুন। জনগণের ভালোবাসায় ভোট পেলে নির্বাচিত হবেন।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্ত মোকাবিলার দাবিতে বরিশালে জেলা দক্ষিণ বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বৃহস্পতিবার বিকেলে নগরীর ফজলুল হক অ্যাভিনিউয়ে নগর ভবনের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় তিনি আরো বলেন, এখন সাধারণ মানুষ কেউ ভালো নেই। কারণ যে ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেছে, কিন্তু তার দোসররা রয়ে গেছে। যারা বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে। তাদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নিতে পারছে না।
দ্রব্যমূল্য বৃদ্ধির পিছনে যে সিন্ডিকেট কাজ করছে তাদের ধরতে পারছে না। দোসররা ফিরে আসতে পারবে না, কিন্তু তারা উশৃঙ্খলতা করছে।
তিনি বলেন, সংস্কার আমরাও চাই, তারেক রহমান ৩১ দফা সংস্কারের ডাক দিয়েছেন। তার আন্দোলন চলাকালেই বৈষম্যবিরোধী আন্দোলন শুরু হয়েছে। তারেক রহমানকে ফিরিয়ে এনে নেতৃত্ব দিতে হবে। পরে তিনি মুক্তিযুদ্ধ, ভাষা সৈনিক ও ২৪ এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা মজিবুর রহমান সরোয়ার। এ সময় আরো বক্তব্য দেন চেয়ারপারসনের উপদেষ্টা মাসুদ আহমেদ তালুকদারসহ অন্যান্যরা। সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান।