জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তর ও শিক্ষার্থীদের জন্য অস্থায়ী আবাসনের দাবিতে গণ অনশনে বসেছেন শিক্ষার্থীরা।
রোববার (১২ জানুয়ারি) সকাল আটটার দিকে এ অনশন শুরু করেন তারা।
বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ছাত্র তাওহিদুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের প্রাণের দাবি দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে দেয়া ও অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা। কিন্তু বারবার আমলাতান্ত্রিক জটিলতার অযুহাত দেখিয়ে শিক্ষার্থীদের সাথে এক ধরনের প্রহসন করে আসছে প্রশাসন। এর জন্যেই আমরা সর্বশেষ পদক্ষেপ হিসেবে আজ থেকে অনশনে বসেছি। যেকোন মূল্যেই হোক আমাদের প্রাণের দাবি পূরণ করেই উঠব ইনশাআল্লাহ।
উদ্ভিদবিজ্ঞান বিভাগের ছাত্র একেএম রাকিব বলেন, প্রশাসনকে অনেক সময় দিয়েছি আর নয়। দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তর ও অস্থায়ী আবাসনের নিশ্চিতের আগ পর্যন্ত আমাদের অনশন চলবে।
এর আগে গত বৃহষ্পতিবার রাতে দুই দাবিতে অনশনের ঘোষণা দেন শিক্ষার্থীরা। দ্বিতীয় ক্যাম্পাস ও অস্থায়ী আবাসন নিশ্চিতে সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ না পাওয়া পর্যন্ত এ কর্মসূচি পালন করবে বলে জানান শিক্ষার্থীরা।