মতিঝিল আইডিয়ালের অধ্যক্ষের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বি*ক্ষোভ | কলেজ নিউজ

মতিঝিল আইডিয়ালের অধ্যক্ষের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বি*ক্ষোভ

শিক্ষার্থীদের অভিযোগ, ফেরদৌস নামে আওয়ামীপন্থি একজন শিক্ষককে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এই অধ্যক্ষের পদত্যাগ দাবি করায় শিক্ষার্থীদের ওপর হামলা করেছে শিক্ষকরা। সেই প্রতিবাদে শিক্ষার্থীরা রাজপথে নেমে এবার বিক্ষোভ করছেন। তারা হামলার বিচার দাবি ও একই সঙ্গে অধ্যক্ষের পদত্যাগ দাবি করেন।

#অধ্যক্ষ

অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন। এসময় অধ্যক্ষ প্রত্যাহার না হলে যেকোনো মুহূর্তে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

বৃহস্পতিবার দুপুরে তারা এ বিক্ষোভ শুরু করেছেন। এ সময় শিক্ষার্থীরা এক দুই তিন চার, প্রিন্সিপালের গদি ছাড়সহ নানা শ্লোগান দিতে থাকেন।

শিক্ষার্থীদের অভিযোগ, ফেরদৌস নামে আওয়ামীপন্থি একজন শিক্ষককে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এই অধ্যক্ষের পদত্যাগ দাবি করায় শিক্ষার্থীদের ওপর হামলা করেছে শিক্ষকরা। সেই প্রতিবাদে শিক্ষার্থীরা রাজপথে নেমে এবার বিক্ষোভ করছেন। তারা হামলার বিচার দাবি ও একই সঙ্গে অধ্যক্ষের পদত্যাগ দাবি করেন।

শিক্ষার্থীরা জানান, বিসিএস ক্যাডার কিংবা আর্মি অফিসার নিয়োগের দাবি জানালেও কর্তৃপক্ষ তা না করে দেয়। সেই আওয়ামী আমলের মানুষদের পুনর্বাসন করা হচ্ছে। শিক্ষার্থীরা প্রশাসনের এই নির্দেশ প্রত্যাখ্যান করে এবং কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়। সকল ব্রাঞ্চের শিক্ষার্থীর ঐক্যবদ্ধ হওয়ার আহব্বান জানান তারা।

#অধ্যক্ষ