খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘কালচারস অব অ্যাডাপটেশন’ শীর্ষক আট দিনব্যাপী সামার স্কুল ২০২৫-এর উদ্বোধন হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিষয়ের এক্সপার্ট এবং নেদারল্যান্ডসের উট্রেখট বিশ্ববিদ্যালয় এক্সপার্টদের যৌথ উদ্যোগে এই সামার স্কুল আয়োজন করা হয়েছে।
রোববার (২০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের সম্মেলন কক্ষে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘খুলনা বিশ্ববিদ্যালয় এবং উট্রেখট বিশ্ববিদ্যালয়ের এই যৌথ আয়োজন দ্বিপাক্ষিক অ্যাকাডেমিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বর্তমান সময়ে যখন জলবায়ু সংকট আমাদের জীবনের প্রতিটি স্তরে প্রভাব ফেলছে, তখন এই সামার স্কুল আমাদের স্মরণ করিয়ে দেয় যে- আমরা যারা গবেষক তাদের গবেষণা এবং অভিজ্ঞতার বিনিময় অত্যন্ত প্রয়োজন। একক অভিজ্ঞতার চেয়েও সম্মিলিত জ্ঞান এবং বিশ্লেষণ জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারে। এ ধরনের সহযোগিতামূলক উদ্যোগ যখন একটি দীর্ঘমেয়াদি উদ্যোগের প্রাতিষ্ঠানিক রূপ পাবে, তখন তা জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর ভূমিকা পালন করবে।’
এই সামার স্কুলের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ‘ইনস্টিটিউট অব ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট’ প্রতিষ্ঠার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।