হাসপাতাল চালু ও ওয়ার্ড সুবিধা প্রদানের দাবি দ্রুততম সময়ের মধ্যে পূরণে কর্তৃপক্ষের আশ্বাস পেয়ে অনির্দিষ্টকালের শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করেছেন সুনামগঞ্জ মেডিক্যাল কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা।
বুধবার সকাল সাড়ে ১০ টায় আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে একাডেমিক ভবনের ফটকে লাগানো তালা খুলে কলেজে ঢোকেন তারা। এর ফলে গত এ সপ্তাহ ধরে চলা অচলাবস্থা নিরসন হয়েছে।
এ সময় শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার শিক্ষার্থীদের সঙ্গে স্বাস্থ্যবিভাগ ও কলেজ কর্তৃপক্ষের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দফা দাবি পূরণে আশ্বাস দেন কর্তৃপক্ষ। এর মধ্যে হাসপাতালের কার্যক্রম চালুর আগ পর্যন্ত সপ্তাহে ছয় দিন সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে শিক্ষার্থীদের ক্লিনিক্যাল ক্লাস সুবিধা দেওয়া হবে৷ সেখানে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসকের পদায়ন এবং শিক্ষার্থীদের যাতায়াতের জন্য প্রয়োজনীয় যানবাহন সরবরাহ করা হবে৷ এছাড়া দ্রুততম সময়ে অবকাঠামো নির্মাণ কাজ সম্পন্ন করে হাসপাতাল চালু করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়। এতে আশ্বস্ত হয়ে শিক্ষার্থীরা আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে নেন।
এ সময় বক্তব্য রাখেন, কলেজের শিক্ষার্থী পিয়াস চন্দ্র দাস, হারুন অর রশীদ, মৌনতা নাথ মিশি প্রমুখ।