বেত্রা*ঘাতের অভিযোগে শিক্ষকের পদত্যাগ দাবি, ক্লাস বর্জন | স্কুল নিউজ

বেত্রাঘাতের অভিযোগে শিক্ষকের পদত্যাগ দাবি, ক্লাস বর্জন

বেত্রাঘাতের অভিযোগে বরিশালের মুলাদী উপজেলার কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোস্তাফিজুর রহমান টুলুর পদত্যাগ দাবি করেছেন শিক্ষার্থীরা।

#স্কুল #শিক্ষক #শিক্ষার্থী

বেত্রাঘাতের অভিযোগে বরিশালের মুলাদী উপজেলার কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোস্তাফিজুর রহমান টুলুর পদত্যাগ দাবি করেছেন শিক্ষার্থীরা।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) ক্লাস বর্জন করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগও দিয়েছেন তারা।

জানা যায়, বিদ্যালয়ের গাছের নারকেল খাওয়ায় গত মঙ্গলবার দুপুরে ১৮-২০ জন শিক্ষার্থীকে জোড়া বেত দিয়ে পেটান শিক্ষক মোস্তাফিজুর রহমান টুলু। পরে এই অভিযোগ তুলে তার পদত্যাগ দাবি করেছেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে ইউএনও মো. নিজাম উদ্দিন বলেন, আলোচনা করে বিষয়টির সমাধান করা হবে।

#স্কুল #শিক্ষক #শিক্ষার্থী