শিক্ষক পরিষদের ইফতার ও আলোচনা সভা | সমিতি সংবাদ নিউজ

শিক্ষক পরিষদের ইফতার ও আলোচনা সভা

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম।

বাংলাদেশ জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ অডিটরিয়ামে এ অনুষ্ঠান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম।

বিশেষ অতিথি ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ন আহ্বায়ক হাজী মো. ইউসুফ, মহানগর উত্তরের সদস্য নাসির উদ্দিন, সদস্য এম এস আহমাদ আলী, মহানগর উত্তর মহিলা দলের সদস্য সচিব অ্যাডভোকেট রুনা লায়লা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের কো-অর্ডিনেটর অধ্যাপক মুহাম্মদ লিয়াকত আলী। এ ছাড়াও অনুষ্ঠানে শিক্ষক পরিষদের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।