সরকারি সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে ‘মর্যাদার জন্য পদযাত্রা’ কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। শিক্ষকরা দশম গ্রেড বাস্তবায়ন করে তৃতীয় শ্রেণির গ্লানি থেকে মুক্তি চান।
বুধবার দুপুরে মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে তাদের জড়ো হতে দেখা গেছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ব্যানারে এ কর্মসূচি পালন করছেন তারা।
প্রাথথমিকের সহকারী শিক্ষকরা বলেছেন, স্নাতক দ্বিতীয় শ্রেণি যোগ্যতায় চাকরির সব স্তরে দ্বিতীয় শ্রেণি শুধু প্রাথমিকে তৃতীয় শ্রেণি কেনো? তৃতীয় শ্রেণির গ্লানি থেকে মুক্তি চাই।
শিক্ষকরা বলেন, ১০ম গ্রেড বাস্তবায়ন হলে শিক্ষকদের পাশাপাশি তৃণমূলের কর্মকর্তারাও লাভবান হবেন। দেশ ও জাতি সমৃদ্ধ আগামী প্রজন্ম গড়ে উঠবে।
তারা বলেন, শিক্ষকদের ১০ম গ্রেড ও ২য় শ্রেণির মর্যাদা বিশ্বাস করেন না, বরং ইবতেদায়ি মাদরাসা থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সব শিক্ষকদের ১ম শ্রেণির মর্যাদা দেয়ার জন্য প্রত্যাশা করেন।
বর্তমান প্রেক্ষাপটে শিক্ষকদের নূন্যতম ১০ম গ্রেডে দাবি অত্যন্ত যৌক্তিক। এই যৌক্তিক দাবি নিয়ে সময়ক্ষেপণ কোনো অবস্থাতে কাম্য নয়। ১০ম গ্রেড দাবিতে পুরো শিক্ষক সমাজ ঐক্যবদ্ধ। তারা ও মন্ত্রণালয়ের তালবাহানা দুঃখজনক বলে অভিহিত করেন।