ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কাজী ইকবাল নামে এক শিক্ষকের অপসারণ চেয়ে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুর ১২টায় আখাউড়া পৌর মুক্তমঞ্চের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কাজী ইকবাল আখাউড়া নাছরিন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক।
মানববন্ধনে ছাত্ররা অভিযোগ করেন, করোনাকালে যখন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল তখন আখাউড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. তাকজিল খলিফা কাজলের ঘনিষ্টজন হওয়ায় কাজী ইকবালকে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হয়। তিনি সাধারণ মানের শিক্ষক। এসএসসি থেকে ডিগ্রি পর্যন্ত দুটি তৃতীয় বিভাগ এবং একটি দ্বিতীয় বিভাগ পেয়েছেন। তাছাড়া বিগত আমলে বিভিন্ন দলীয় কর্মকাণ্ডে অংশ নেন এবং শিক্ষার্থীদের অংশগ্রহণ করতে বাধ্য করতেন। কথা অমান্য করলে ভয়ভীতি দেখিয়ে হেনস্তাও করতেন।
তারা আরো বলেন, কাজী ইকবাল নির্বাচনের সময় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের এজেন্ট হিসেবে কাজ করেছেন। সরাসরি ভোটের প্রচারণায় অংশ নিয়েছেন। সর্বশেষ উপজেলা নির্বাচনে তিনি আওয়ামী চেয়ারম্যান প্রার্থী মো. মুরাদ হোসেনের পক্ষে একাধিক নির্বাচনী সভায় বক্তব্য রাখেন।
মানববন্ধনে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন নিশাত খান, শাওন, রোবায়েত, সাদমান, ওমর প্রমুখ। মানববন্ধন শেষে আখাউড়া উপজেলা নির্বাহী অফিসারের বরাবর স্মারকলিপি প্রদান করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।