প্রধান বিচারপতির সঙ্গে আন্তর্জাতিক আইন সালিশ কেন্দ্রের প্রতিনিধিদলের সাক্ষাৎ | বিবিধ নিউজ

প্রধান বিচারপতির সঙ্গে আন্তর্জাতিক আইন সালিশ কেন্দ্রের প্রতিনিধিদলের সাক্ষাৎ

বাংলাদেশ আন্তর্জাতিক সালিশ কেন্দ্রের প্রতিনিধিদলের সাক্ষাতকালে আরবিট্রেশনের ব্যবহার, প্রয়োগিক দিক বৃদ্ধি সম্পর্কে মতবিনিময় হয়। সুপ্রিম কোর্ট এক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সচেষ্ট হবে বলে প্রধান বিচারপতির প্রতিনিধিদলকে অবগত করেন।

#প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বাংলাদেশ আন্তর্জাতিক সালিশ কেন্দ্রের (বিআইএসি) ৪ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন।

গতকাল মঙ্গলবার দুপুরে প্রধান বিচারপতির কার্যালয়ে প্রতিনিধিদলটি সাক্ষাৎ করেন। প্রতিনিধিদলে বিআইএসির চেয়ারম্যান মাহবুবুর রহমানের নেতৃত্ব দিয়েছেন।

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ এ (রুমি) আলী, প্রধান নির্বাহী কে এ এম মাজেদুর রহমান এবং সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক।

বাংলাদেশ আন্তর্জাতিক সালিশ কেন্দ্রের প্রতিনিধিদলের সাক্ষাতকালে আরবিট্রেশনের ব্যবহার, প্রয়োগিক দিক বৃদ্ধি সম্পর্কে মতবিনিময় হয়। সুপ্রিম কোর্ট এক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সচেষ্ট হবে বলে প্রধান বিচারপতির প্রতিনিধিদলকে অবগত করেন। এ সময় বিআইএসির প্রতিনিধিদল বিচার বিভাগ সংস্কার সংক্রান্ত প্রধান বিচারপতির রোডম্যাপকে একটি যুগোপযোগী পদক্ষেপ বলে মন্তব্য করেন এবং এর সাফল্য কামনা করেন।

মাননীয় প্রধান বিচারপতি বিআইএসির প্রতিনিধিদলের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি বিচারবিভাগ নিয়ে তার নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।

#প্রধান বিচারপতি