সমন্বয়কদের নতুন দল গণতান্ত্রিক ছাত্র সংসদের যাত্রা শুরু | বিবিধ নিউজ

সমন্বয়কদের নতুন দল গণতান্ত্রিক ছাত্র সংসদের যাত্রা শুরু

বুধবার বিকেলে পূর্ব ঘোষণা অনুযায়ী শিক্ষার্থীরা মধুর ক্যান্টিনে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলনে সংগঠনের নাম ঘোষণা করা হয়।

শিক্ষা ঐক্য মুক্তি মুক্তি শ্লোগান নিয়ে নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আত্মপ্রকাশ করেছে। এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক উত্তেজনাপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের এ সময় বিভিন্ন শ্লোগান দিতে শোনা গেছে।

বুধবার বিকেলে পূর্ব ঘোষণা অনুযায়ী শিক্ষার্থীরা মধুর ক্যান্টিনে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলনে সংগঠনের নাম ঘোষণা করা হয়।

আয়োজকেরা জানান, সংগঠনটিতে শীর্ষ চারটি পদ থাকবে: আহ্বায়ক, সদস্য সচিব, মুখ্য সংগঠক ও মুখপাত্র। এছাড়া জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদ থাকতে পারে। এর বাইরে যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সদস্য সচিব পদে একাধিক সদস্য থাকবেন।