পরীক্ষা ভালো না হওয়ায় কেন্দ্র ভা*ঙচুর! | এসএসসি/দাখিল নিউজ

পরীক্ষা ভালো না হওয়ায় কেন্দ্র ভাঙচুর!

খাতা জমা নেয়ার সাথে সাথে পরীক্ষা খারাপ হয়েছে অযুহাতে প্রাইমারী স্কুল ভেন্যু কেন্দ্রে কিছু ভাঙচুর ও হট্টোগোল করে পরীক্ষার্থীরা।

#পরীক্ষা #এসএসসি

চলমান এসএসসি পরীক্ষার সোমবার অনুষ্ঠিত গণিত বিষয়ের পরীক্ষা ভালো না হওয়ায় পরীক্ষা কেন্দ্রে ভাঙচুর চালিয়েছে কয়েকজন পরীক্ষার্থী। পরে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌছলে পরীক্ষার্থীরা দ্রুত সটকে পড়ে। সোমবার (২১ এপ্রিল) দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জের রামপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোতাহের উল হক জানান, এসএসসি পরীক্ষার পর হঠাৎ করে শুনি আমাদের স্কুলের দোতলা ভবনে ব্যাপক ভাংচুর হচ্ছে।

সাথে সাথে দৌঁড়ে গিয়ে দেখি পরীক্ষার্থীরা নেমে যাচ্ছে। পরে দেখি আমার বেশ কিছু চেয়ার টেবিল ভাংচুর করেছে পরীক্ষার্থীরা। বিষয়টি আমি রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্ট জানিয়েছি।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, বিষয়টি নিয়ে সংশ্লিষ্টরা অভিযোগ দিলে আমরা ব্যবস্থা নেবো।

রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব কবির হোসেন বলেন, আজ ছিলো গণিত পরীক্ষা। পরীক্ষার শুরু থেকে কেন্দ্রে প্রশাসনের লোকজনের সক্রিয় উপস্থিতি ছিলো। খাতা জমা নেয়ার সাথে সাথে পরীক্ষা খারাপ হয়েছে অযুহাতে প্রাইমারি স্কুল ভেন্যু কেন্দ্রে কিছু ভাঙচুর ও হট্টোগোল করে পরীক্ষার্থীরা। পরে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে আসলে পরিস্থিতি শান্ত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন জানান, রামপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনাকাঙ্খিত ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্র সচিব, ট্যাগ অফিসারসহ সমন্ময় করে অভিভাবকদের মাধ্যমে ব্যবস্থা নেয়া হচ্ছে।

#পরীক্ষা #এসএসসি