স্কুল থেকে ছাত্রকে তুলে নিয়ে পে*টালেন কৃষক দল নেতা | স্কুল নিউজ

স্কুল থেকে ছাত্রকে তুলে নিয়ে পে*টালেন কৃষক দল নেতা

ভুক্তভোগী ছাত্র মো. মাহিম বলেন, ‘স্কুলে গিয়ে বন্ধুদের সাথে রাস্তায় বের হই। গোলাপের নির্মাণাধীন বাড়ির পাশে হাঁটতে যাই। পরে গোলাপ মিথ্যা অপবাদ দেন আমি নাকি তার নির্মাণাধীন ভবনের রড চুরি করছি।

চুরির অপবাদ দিয়ে কেরানীগঞ্জের তেঘরিয়া কিশলয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে থেকে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধরের অভিযোগ উঠছে ঢাকা জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান গোলাপের বিরুদ্ধে। মারধরের ঘটনায় বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ২টায় বিদ্যালয় প্রঙ্গণে আহত শিক্ষার্থীর সহপাঠীরা বিক্ষোভ করেছে।

তেঘরিয়া কিশলয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, অন্যায়ভাবে আমাদের সহপাঠী মো. মাহিমকে বিদ্যালয় থেকে তুলে নিয়ে মারধর করছেন কৃষক দলের নেতা। আমরা সেই নেতার বিচারের দাবি জানাচ্ছি।

তাকে দ্রুত বিচারে আওতায় না আনা হলে আমরা শিক্ষার্থীরা তীব্র আন্দোলন গড়ে তুলব।

এ ব্যাপারে ভুক্তভোগী ছাত্র মো. মাহিম বলেন, ‘স্কুলে গিয়ে বন্ধুদের সাথে রাস্তায় বের হই। গোলাপের নির্মাণাধীন বাড়ির পাশে হাঁটতে যাই। পরে গোলাপ মিথ্যা অপবাদ দেন আমি নাকি তার নির্মাণাধীন ভবনের রড চুরি করছি।

এই কথা বলে স্কুল থেকে আমাকে ডেকে নিয়ে তার ভবনের ভেতরে নিয়ে মারধর করেন। হাঁটু, গলা ও পিঠে আঘাত পাওয়ায় আমি অসুস্থ হয়ে পড়ি। শরীরে প্রচণ্ড ব্যথা বিছানা থেকে উঠতে পারতেছি না, কিছু খেতে পারছি না। খাবার খেলেই বমি আসছে।’

ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা মাসুম মিয়া বলেন, ‘আমার সন্তানকে যারা অন্যায়ভাবে মারধর করছে, তাদের বিচারের দাবি জানাচ্ছি।’

তেঘরিয়া কিশলয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন বলেন, ‘একজন শিক্ষার্থীকে এভাবে মারধর করার সাহস কিভাবে পান। আমার শিক্ষার্থী কোনো অন্যায় করে থাকলে স্কুল কর্তৃপক্ষের কাছে জানাবেন। এ বিষয়ে স্কুল কমিটির সভাপতিকে জানানো হয়েছে। আমরা এই অপরাধের সঠিক বিচারের দাবি জানাচ্ছি।’

এবিষয়ে ঢাকা জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান গোলাপের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।