সব কলেজ-শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কোর্স ও বিষয়ভিত্তিক শিক্ষকদের সংখ্যা সংযুক্ত করে তালিকা আহ্বান করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ১০ কর্মদিবসের মধ্যে নির্ধারিত ইমেইলে তালিকার সফট্ ও পিডিএফ কপি পাঠাতে হবে। এমন নির্দেশনা সব অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষদের পাঠানো হয়েছে।
সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজ-শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার গুনগত মানোন্নয়নের লক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর হালনাগাদ যাবতীয় তথ্য দিয়ে সম্মিলিতভাবে সফট্ওয়্যার তৈরির কার্যক্রম চলমান থাকায় বর্তমানে প্রতিষ্ঠানে পাঠদানরত কোর্স ও বিষয়ভিত্তিক শিক্ষকদের সংখ্যা সংযুক্ত ছক অনুযায়ী সফট্ ও পিডিএফ কপি আগামী ১০ কার্যদিবসের মধ্যে নির্ধারিত ইমেইল নম্বরে পাঠানোর অনুরোধ করা হলো। শিক্ষক তালিকা পাঠানোর ইমেইল নম্বর [email protected]. বিষয়টি অতীব জরুরি বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।