বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের লাইব্রেরি ভবনের নাম পরিবর্তন করে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ তাহীদুল ইসলাম নামকরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ক্যাম্পাসের শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে প্রকাশ্যে এ ঘোষণা দেন কলেজ অধ্যক্ষ ড. শেখ মো. তাজুল ইসলাম। আগামীকাল বুধবার লাইব্রেরি ভবনের নামফলক পরিবর্তন করা হবে।
বিএম কলেজ শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলার আহ্বায়ক সাব্বির হোসেন সোহাগ বলেন, ক্যাম্পাস সংস্কার আন্দোলনের অংশ হিসেবে একটি হলের নাম শহীদ তাহীদুল ইসলাম রাখার ইচ্ছা ছিলো। কিন্তু নানান কারণে তা সম্ভব না হওয়ায় সাধারণ শিক্ষার্থীরা কলেজ অধ্যক্ষের কাছে লাইব্রেরি ভবনের নাম পরিবর্তনের দাবি তোলেন। এ সময় কলেজ অধ্যক্ষ আমাদের সামনে নামফলক পরিবর্তনের সিদ্ধান্ত জানান।
এ বিষয়ে জানতে কলেজ অধ্যক্ষ ড. শেখ মো. তাজুল ইসলামের মোবাইল ফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়।