আন্দোলনের মুখে সরানো হলো এহতেসামকে, শিক্ষার নতুন ডিজি অধ্যাপক আজাদ | বিবিধ নিউজ

আন্দোলনের মুখে সরানো হলো এহতেসামকে, শিক্ষার নতুন ডিজি অধ্যাপক আজাদ

আদেশে বলা হয়, এই চলতি দায়িত্ব কোনো পদোন্নতি নয়। এই পদে নিয়মিত পদোন্নতির মাধ্যমে কর্মকর্তা নিয়োগ করা হলে তার যোগদানের তারিখ থেকে এই চলতি দায়িত্বের আদেশটি বাতিল বলে গণ্য হবে।

#মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর #ডিজি

শিক্ষক-কর্মচারীদের টানা আন্দোলনের মুখে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. মো. এহতেসাম উল হককে সরিয়ে দেয়া হয়েছে। তাকে নিয়োগ আদেশের ২০ দিন পর সরানো হলো।

একই দিনে নতুন মহাপরিচালক (চলতি দায়িত্ব) নিযুক্ত হয়েছেন অধ্যাপক মুহাম্মদ আজাদ খান। তিনি জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজে কর্মরত।

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

নতুন আদেশে বলা হয়, এই চলতি দায়িত্ব কোনো পদোন্নতি নয়। এই পদে নিয়মিত পদোন্নতির মাধ্যমে কর্মকর্তা নিয়োগ করা হলে তার যোগদানের তারিখ থেকে এই চলতি দায়িত্বের আদেশটি বাতিল বলে গণ্য হবে।

এর আগে, ড. এহতেসাম উল হককে ২ ফেব্রুয়ারি মহাপরিচালকের দায়িত্বে নিযুক্ত করা হয়েছিলো। তিনি পটুয়াখালী সরকারি কলেজে কর্মরত ছিলেন। তবে এই পদে নিযুক্ত করার পরপরই ব্যাপক দুর্নীতির অভিযোগে তাকে প্রত্যাহারের দাবিতে শিক্ষক-কর্মচারীরা আন্দোলনে নামেন।

আওয়ামী বলয়ের প্রভাবশালী অধ্যক্ষ হওয়ায় ক্ষমতার দাপটে ব্যাপক অনিয়ম, অর্থ লোপাট, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে দুর্ব্যবহারসহ বিস্তর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

সর্বশেষ ১২ ফেব্রুয়ারি শিক্ষা ভবন ঘেরাও করে ডিজির পদত্যাগে ২৪ ঘন্টার আলটিমেটাম দেয় শিক্ষক-কর্মচারীরা। এই আলটিমেটামের সাত দিন পর ডিজি পদে নতুন নিয়োগ হলো।

উল্লেখ্য, গত ৫ আগস্ট গণআন্দোলনে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া অধ্যাপক নেহাল আহমেদের চুক্তি বাতিল হয়। পরে রুটিন দায়িত্ব পান অধ্যাপক এ বি এম রেজাউল করীম। বিদায়ী বছরের ডিসেম্বরে চলতি দায়িত্ব পান তিনি। চলতি বছরের ২ জানুয়ারি তিনি অবসরে গেলে মহাপরিচালকের পদটি শূন্য হয়।

২০ জানুয়ারি রুটিন দায়িত্ব পান অধ্যাপক ড. একিউএম শফিউল আজম। পরে চলতি দায়িত্ব পান পটুয়াখালী সরকারি কলেজে অধ্যাপক ড. মো. এহতেসাম উল হক। এবার শিক্ষার এই গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত হয়েছেন অধ্যাপক মুহাম্মদ আজাদ খান।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর #ডিজি