পাঠ্যবইয়ের অনলাইন ভার্সন উদ্বোধন ১ জানুয়ারি

পাঠ্যবইয়ের অনলাইন ভার্সন উদ্বোধন ১ জানুয়ারি

একই অনুষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন-ভাতা ও অবসর সুবিধা দিতে শিক্ষাপ্রতিষ্ঠানে আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফার (ইএফটি) কার্যক্রমও উদ্বোধন করা হবে। ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে কয়েকটি থানা ও উপজেলার শিক্ষকদের ইএফটিতে সফলভাবে বেতন দেয়া শুরু হয়েছে।

#বই #স্কুল

বিনামূল্যের নতুন পাঠ্যবইয়ের অনলাইন ভার্সন উদ্বোধন হবে আগামী ১ জানুয়ারি। এ উপলক্ষে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে (আমাই) এক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এনসিটিবির ওয়েবসাইটে পাঠ্যবইয়ের অনলাইন ভার্সন উদ্বোধনের প্রস্তুতি এরই মধ্যে চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে।

পাঠ্যবইয়ের অনলাইন ভার্সন উদ্বোধন ১ জানুয়ারি

একই অনুষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন-ভাতা ও অবসর সুবিধা দিতে শিক্ষাপ্রতিষ্ঠানে আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফার (ইএফটি) কার্যক্রমও উদ্বোধন করা হবে। ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে কয়েকটি থানা ও উপজেলার শিক্ষকদের ইএফটিতে সফলভাবে বেতন দেয়া শুরু হয়েছে। আসছে জানুয়ারি থেকে এমপিওভুক্ত সব শিক্ষকের বেতন ইএফটিতে দেয়ার পরিকল্পনা রয়েছে। আগামী ১ জানুয়ারির অনুষ্ঠানে ইএফটি বিষয়ক ইএমআইএস সেল ও আইবাস ডাবল প্লাস সফটওয়্যারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও সুবিধাভোগী শিক্ষকরা প্রতিক্রিয়া জানাবেন।

রোববার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড সূত্রে এসব তথ্য জানিয়েছে।

সূত্র আরো জানিয়েছে, ১ জানুয়ারি সকাল ১০টায় এ অনুষ্ঠান শুরু হবে। এতে প্রধান অতিথি থাকবেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। বিশেষ অতিথি থাকবেন প্রধান উপদেষ্টার শিক্ষা বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম, এসসিটিবি চেয়ারম্যান প্রপেসর ড. এ কে এম রিয়াজুল হাসান প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর এ বি এম রেজাউল করীম।

#বই #স্কুল