‘ভারত-আমেরিকা-চীন নয়, দেশের ভবিষ্যত ঠিক করবে জনগণ’ | বিবিধ নিউজ

‘ভারত-আমেরিকা-চীন নয়, দেশের ভবিষ্যত ঠিক করবে জনগণ’

শনিবার (১৯ এপ্রিল) সকালে রাজধানীর নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারত, আমেরিকা, চীন নয়; বাংলাদেশের ভবিষ্যত নির্ধারণ করবে এদেশের জনগণ।

শনিবার (১৯ এপ্রিল) সকালে রাজধানীর নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

এসময় ফখরুল বলেন, নিজেদের মধ্যে মতের অমিল ও ভিন্ন চিন্তা থাকলেও দেশের স্বার্থে ৭১ আর ২৪ সব ক্রান্তিকালে এক হয়ে লড়াই করেছে দেশের সব শ্রেণি-পেশার মানুষ।

তিনি বলেন, গণতন্ত্র কারো ওপর চাপিয়ে দেবার বিষয় না। দেশের সুন্দর আগামীর জন্য গণতন্ত্র চর্চার বিকল্প নেই।

এসময় বর্তমান অন্তর্বর্তী সরকারের সফলতা কামনা করে দেশ ও গণতন্ত্রের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান বিএনপি মহাসচিব।