ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং ঢাকাস্থ স্পেন দূতাবাসের যৌথ উদ্যোগে ‘দ্য স্পেনিশ ল্যাঙ্গুয়েজ সিচুয়েশনে ইন চাইনা’ সেমিনার শুরু হয়েছে।
মঙ্গলবার ঢাবির আধুনিক ভাষা ইনস্টিটিউটে দুই দিনব্যাপী এ সেমিনার শুরু হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে এই সেমিনার উদ্বোধন করেন।
বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত মি. গ্যাব্রিয়েল মারিয়া সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু অনুষ্ঠানে সম্মাননীয় অতিথি ছিলেন।
আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আবছার কামালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, স্প্যানিশ ল্যাংগুয়েজ অ্যান্ড কালচার বিষয়ক ইন্ডিটেক্স চেয়ার অধ্যাপক সান্তিয়াগো ফার্নান্দেজ মস্কেরা এবং চীনের এসআইএসইউ ইউনিভার্সিটি অব সাংহাই ( এর অধ্যাপক জিংশেং লু বিশেষ অতিথির বক্তব্য দেন। এ সময় স্পেনের ভিজিটিং প্রফেসর মারিয়া আম্পারো পোর্টা রিভাস এবং ঢাকাস্থ স্পেন দূতাবাস ও চীনা দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নয়নে বিশ্ববিদ্যালয় প্রশাসন অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করছে। এলক্ষ্যে দেশি-বিদেশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংস্থার সঙ্গে যৌথ সহযোগিতামূলক ও অংশীদারিত্বমূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম গ্রহণ করা হচ্ছে এবং চলমান কার্যক্রম সম্প্রসারণ করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও স্পেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষকদের মধ্যে পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এধরনের সেমিনার দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো সুদৃঢ় করবে।
উল্লেখ্য, সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে ইউনিভার্সিটি অব গ্রানাদা এর অধ্যাপক অ্যালিকা রেলিনকে এলেতা এবং কার্ভানতেস ইনস্টিটিউট ইন বেইজিং এর পরিচালক ইছাবেল কার্ভেরা পৃথক দু’টি প্রবন্ধ উপস্থাপন করেন।