এআই কোডিং সমস্যা সমাধানে ও অ্যাডভান্স প্রযুক্তিতে দক্ষ করতে এবার শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয়েছে আওয়ার অব কোড ক্যাম্পেইন। শিক্ষাপ্রতিষ্ঠানের আইসিটি ল্যাব ব্যবহার করে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে তথ্য প্রযুক্তি বিষয়ের শিক্ষকরা এই ক্যাম্পেইনটি পরিচালনা করবেন। ক্যাম্পেইনটি ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এ সংক্রান্ত চিঠি সব উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে। এর আগে এই ক্যাম্পেইন ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চলার কথা ছিলো।
মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে অধিদপ্তরের ওয়েবসাইটে এই ক্যাম্পেইনে পরিচালনার গাইডলাইন প্রকাশ করা হয়েছে। একইসঙ্গে আঞ্চলিক উপপরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা ক্যাম্পেইন সমন্বয়ের দায়িত্ব পালন করতে পারেন বলে জানানো হয়েছে।
মঙ্গলবারের চিঠিতে বলা হয়েছে, জ্ঞানভিত্তিক, উদ্ভাবনী ও সমৃদ্ধ বাংলাদেশ গঠন এবং শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে এআই কোডিং সমস্যা সমাধানের মতো অ্যাডভান্স প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলার লক্ষে 'আওয়ার অব কোড' ক্যাম্পেইনটি পরিচালনা করা হচ্ছে। এই কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা, সমস্যা সমাধান দক্ষতা, বিশ্লেষণী চিন্তার বিকাশের সুযোগ সৃষ্টি হবে এবং বিজ্ঞান শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। মাধ্যমিক পর্যায়ে যেকোন শিক্ষার্থী 'আওয়ার অব কোড' এ তাদের যোগ্যতা অনুযায়ী কোডিং শেখার মাধ্যমে দক্ষতা উন্নয়ন করতে পারবেন। ইতিমধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনার আলোকে মাত্র 'আওয়ার অব কোড' ক্যাম্পেইনটি সফলভাবে পরিচালিত হচ্ছে এবং উল্লেখযোগ্য সাড়া ফেলেছে। এতে সব শিক্ষার্থীদের আশগ্রহণের সুযোগ করে দিতে কার্যক্রমটি ফেব্রুয়ারি মাসব্যাপী পরিচালনা করা যেতে পারে।
এমন পরিস্থিতিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক স্তরের সব শিক্ষার্থীদের জন্য আওয়ার অব কোড ক্যাম্পেইনটি আগামী ২৮ ফেব্রুয়ারি চলমান রাখার জন্য অনুরোধ করা হলো।
কোডিং: কোডিং হলো কম্পিউটারের সঙ্গে যোগাযোগের একটি পদ্ধতি। এটি এমন একটি ভাষা ব্যবহার করে যা কম্পিউটারকে নির্দিষ্ট ফাংশন সম্পাদন করার জন্য সুনির্দিষ্ট নির্দেশনা দেয়। কোডিংয়ের মাধ্যমে কম্পিউটার সফটওয়্যার, ওয়েবসাইট, অ্যাপস এবং ভিডিয়ো গেমের মতো প্রযুক্তির গুরুত্বপূর্ণ জিনিস তৈরি করা যায়।