স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি পিরোজপুরের শিক্ষার্থীদের | বিবিধ নিউজ

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি পিরোজপুরের শিক্ষার্থীদের

নারী ও শিশু নির্যাতন ও ধর্ষণের সঙ্গে জড়িতদের প্রকাশ্যে ফাঁসি দাবি করছেন আন্দোলনকারীরা। তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি করেছেন এবং পদত্যাগ না করলে আবারো আন্দলনে জন্য রাজপথে থাকবেন।

সারা দেশব্যাপী ধর্ষণের বিচারের দাবিতে ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে পিরোজপুরে বিক্ষোভ ও পথসভা করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে একটি বিক্ষোভ মিছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাউনক্লাব মাঠে গিয়ে শেষ হয়।

নারী ও শিশু নির্যাতন ও ধর্ষণের সঙ্গে জড়িতদের প্রকাশ্যে ফাঁসি দাবি করছেন আন্দোলনকারীরা। তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি করেছেন এবং পদত্যাগ না করলে আবারো আন্দলনে জন্য রাজপথে থাকবেন।

এ সময় বক্তব্য দেন, খুলনা ম্যানগ্রোভ ইনস্টিটিউট ১ম বর্ষ ছাত্র পিয়াস, সরকারি সোহরাওয়ার্দী কলেজের শাখার ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান মুন্না, কলেজের ১ম বর্ষের ছাত্রী মাহি, তরিকুল ইসলাম, তাওসিফ, ফারদিন, স্নিগ্ধি, তৌসিফ, আনিকা আনজুম প্রমুখ।