ইবিতে তিন দিনব্যাপী একুশে বই মেলা শুরু | বিশ্ববিদ্যালয় নিউজ

ইবিতে তিন দিনব্যাপী একুশে বই মেলা শুরু

বইমেলা উদ্বোধনকালে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. জালাল উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সমন্বয়ক এস এম সুইটসহ অন্যান্য শিক্ষার্থীরা।

#বিশ্ববিদ্যালয়

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) তিন দিনব্যাপী বই মেলা শুরু হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে মেলার উদ্বোধন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী। মেলা চলবে আগামী রোববার পর্যন্ত।

বইমেলা উদ্বোধনকালে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. জালাল উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সমন্বয়ক এস এম সুইটসহ অন্যান্য শিক্ষার্থীরা।

উদ্বোধন শেষে উপ-উপাচার্যের নেতৃত্বে মেলার স্টল পরিদর্শন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এবারের বই মেলায় বিভিন্ন বিভাগ ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের মোট ৫০টি স্টল দেয়া হয়েছে। অনুষদ ভবনের পাশে আমবাগানে বইমেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

উদ্বোধনকালে উপ-উপাচার্য অধ্যাপক ড.এম এয়াকুব আলী বলেন, একুশে বই মেলা আমাদের প্রাণের বই মেলা। আমাদের জাতীয় চেতনা ও অস্তিত্বের স্বাক্ষর বহন করে এই অমর একুশে বইমেলা। এর মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও সামাজিক সংগঠনের কার্যক্রমের বহিঃপ্রকাশ ঘটবে। বইমেলার মাধ্যমে শিক্ষার্থীরা দেশ ও জাতির ইতিহাস সম্পর্কে জানতে পারবে। ২৪ এর জুলাই বিপ্লবের শ্লোগান ছিলো মেধা। তাই মেধার কোনো বিকল্প নেই। আর মেধাকে বিকশিত করে বই। বই পড়লে নিজের ব্যক্তিত্ব ও ক্যারিয়ার উন্নত হয়। তাছাড়া বইমেলার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মধ্যে একটি পারস্পরিক সোহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে। যার ফলে শিক্ষাঙ্গনগুলো অস্ত্রের ঝনঝনানি থেকে নিরাপদ থাকবে। আমি আশাকরি বইমেলা সুন্দর ভাবে সমাপ্ত হবে।

এর আগে একুশের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর একে একে শিক্ষক-কর্মকর্তা, কর্মচারীদের সংগঠন, বিভিন্ন আবাসিক হল, বিভাগ, ছাত্র ও স্বেচ্ছাসেবী সংগঠন শ্রদ্ধা জানায়। সকালে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তেলন করা হয়।

#বিশ্ববিদ্যালয়