ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপউপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলীকে পরিবহন প্রশাসকের পদ থেকে পদত্যাগ করাসহ তিন দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইবি সংসদ।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে এ কর্মসূচি পালন করে সংগঠনটি।
তাদের দাবিগুলো হলো- প্রশাসন দীর্ঘদিন ধরে ফিটনেসবিহীন ও অদক্ষ বাসচালকের মাধ্যমে শিক্ষার্থীদের চলাচলের ব্যবস্থা করে রেখেছে। অনতিবিলম্বে ইবির পরিবহন পুল থেকে ফিটনেসবিহীন সব বাস অপসারণ করতে হবে এবং অযোগ্য, অপ্রশিক্ষিত ও উদ্ভট মস্তিষ্কের চালকদের বাদ দিতে হবে। গাড়ি চালকদের জন্য বিশেষ প্রশিক্ষণ ও কাউন্সেলিংয়ের ব্যবস্থা করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে নতুন বাস যুক্ত করতে হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক নুর আলম, সহসভাপতি উদয় দেবনাথ ও সাদিয়া মাহমুদ মীমসহ সংগঠনের অন্য সদস্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, মঙ্গলবার (২৫ জানুয়ারি) ছিল বিশ্ববিদ্যালয়ের জন্য এক বিভীষিকাময় দিন! বাসচালকের গাফিলতির কারণে বৃত্তিপাড়ায় বাস দুর্ঘটনায় ২৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
এ পরিস্থিতির জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়ী। ক্যাম্পাসের পরিবহনের এহেন অবস্থার দায় স্বীকার করে উপউপাচার্যকে পরিবহন প্রশাসকের পদ থেকে পদত্যাগ করতে হবে এবং যোগ্য ও দায়িত্ববান একজন শিক্ষককে পরিবহন প্রশাসক হিসেবে নিয়োগ দিতে হবে।
সংগঠনের সভাপতি মাহমুদুল হাসান বলেন, আপনারা শত শত শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে আছেন। আপনারা আর টালবাহানা করে পরিবহন সেক্টরকে ধ্বংস করবেন না। আমরা বিশ্ববিদ্যালয়ে ভাড়ায়চালিত বাস আর দেখতে চাই না।
আমরা আশা করি, আপনারা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে বাস কিনে শিক্ষার্থীদের সঠিক পরিবহন ব্যবস্থা করে দেবেন।