ঢাবিতে সহযোগিতা কার্যক্রম অব্যাহত রাখতে চায় ‘টিকা’ | বিশ্ববিদ্যালয় নিউজ

ঢাবিতে সহযোগিতা কার্যক্রম অব্যাহত রাখতে চায় ‘টিকা’

শিগগিরই দুই পক্ষের মধ্যে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হবে বলে আশা করা যাচ্ছে।

#ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সঙ্গে যৌথ সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত রাখতে চায় তুরস্কের সহযোগিতা ও সমন্বয় সংস্থা (টিকা) ।

মঙ্গলবার বিকালে টিকার নতুন পরিচালক মোহাম্মদ আলী আরমাআন ঢাকা বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহা. আব্দুল্লাহ আল মাহমুদ, শহিদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিক্যাল সেন্টারের সিনিয়র মেডিক্যাল অফিসার ডা. এ এম সাজ্জাদ হোসেন এবং টিকা‘র বাংলাদেশ প্রতিনিধি মঞ্জুর হোসেন।

সাক্ষাৎকালে টিকার প্রতিনিধিরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহিদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারের প্রয়োজনীয় সংস্কার ও প্যাথলজি বিভাগের উন্নয়নে সহযোগিতা প্রদানের জন্য আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে টিকা ভূমিকা রাখতে চায় বলে জানান পরিচালক মোহাম্মদ আলী আরমাআন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক্ষেত্রে তাদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেয়। শিগগিরই দুই পক্ষের মধ্যে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হবে বলে আশা করা যাচ্ছে।

#ঢাকা বিশ্ববিদ্যালয়