শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের বলেছেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা ক্রমশই ই-বুকের (অনলাইন বই) প্রতি আকৃষ্ট হচ্ছে এবং ছাপা বইয়ের তুলনায় তারা এটি পড়তেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন। তবে, তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে ছাপা বইয়ের চাহিদা কখনোই শেষ হবে না।
বৃহস্পতিবার বিশ্ব সাহিত্য কেন্দ্রে বিশ্ব বই ও কপিরাইট দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার এবং সভাপতিত্ব করেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের সভাপতি ও প্রধান নির্বাহী অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।
সিদ্দিক জোবায়ের বলেন, "আমাদের আজকালকার শিক্ষার্থীরা ই-বুকে (অনলাইন) বেশি অভ্যস্ত। তারা ছাপা বইয়ের চেয়ে ই-বুক পড়তে বেশি পছন্দ করেন। তবে আমি মনে করি ছাপা বইয়ের চাহিদা কখনো ফুরাবে না।"
তিনি ই-বুকের সুবিধাগুলোর কথা উল্লেখ করে বলেন, এর সহজলভ্যতা এবং বহনযোগ্যতার কারণে শিক্ষার্থীরা যেকোনো সময় যেকোনো স্থানে বই পড়তে পারছে। তবে, ছাপা বইয়ের একটি নিজস্ব আকর্ষণ এবং গুরুত্ব রয়েছে যা কখনোই অস্বীকার করা যাবে না। তিনি মনে করেন, কাগজের স্পর্শ, বইয়ের গন্ধ এবং পাতা উল্টানোর অনুভূতি একটি ভিন্ন ধরনের অভিজ্ঞতা দেয় যা ই-বুকে পাওয়া যায় না।শিক্ষা সচিবের এই মন্তব্য একদিকে যেমন শিক্ষার্থীদের পরিবর্তিত রুচির পরিচয় দেয়, তেমনি অন্যদিকে ছাপা বইয়ের চিরায়ত মূল্যবোধের প্রতি তার গভীর আস্থার প্রতিফলন ঘটায়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বই পড়ার গুরুত্ব এবং জ্ঞানার্জনের ক্ষেত্রে এর অপরিহার্যতার ওপর আলোকপাত করেন। তিনি বলেন, বই হলো জ্ঞানের ভাণ্ডার এবং একটি সভ্য সমাজের ভিত্তি। নতুন প্রজন্মকে বই পড়ার প্রতি উৎসাহিত করার জন্য পরিবার এবং শিক্ষাপ্রতিষ্ঠান উভয়কেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
সভাপতির বক্তব্যে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, বিশ্ব সাহিত্য কেন্দ্র দীর্ঘদিন ধরে বই পড়ার অভ্যাস গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, প্রযুক্তির উন্নতির সাথে সাথে বইয়ের বিভিন্ন মাধ্যম আরও জনপ্রিয় হবে এবং জ্ঞানচর্চার ধারা অব্যাহত থাকবে। তিনি ই-বুকের প্রসারের পাশাপাশি ছাপা বইয়ের ঐতিহ্য রক্ষা করার ওপরও গুরুত্বারোপ করেন।
বিশ্ব বই ও কপিরাইট দিবসের এই অনুষ্ঠানে বক্তারা বইয়ের গুরুত্ব, কপিরাইট আইনের তাৎপর্য এবং জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বইয়ের ভূমিকার কথা তুলে ধরেন। তারা নতুন প্রজন্মকে বই পড়ার অভ্যাস গড়ে তোলার এবং জ্ঞানের আলোয় আলোকিত হওয়ার আহ্বান জানান।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।