জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ‘রিসার্চ প্যারাডাইম’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।রোববার(৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে এ প্রশিক্ষণের আয়োজন করে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম। তিনি বলেন, গবেষণার জন্য প্রয়োজনীয় বিভিন্ন দৃষ্টিভঙ্গির সমন্বয়ে গঠিত হয় প্যারাডাইম। গবেষণার তাত্ত্বিক ভিত্তি এবং পর্যবেক্ষণের গুরুত্ব অপরিসীম। সঠিক প্যারাডাইম নির্বাচন গবেষণার গুণগত মান বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে।
প্রশিক্ষণে কী-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. তৌহিদ হোসেন খান। তিনি গবেষণা পদ্ধতি, তাত্ত্বিক কাঠামো এবং প্যারাডাইমের ব্যবহারিক দিকগুলো নিয়ে আলোচনা করেন।
আইকিউএসি'র পরিচালক অধ্যাপক ড. মো. আবু লায়েকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন।এছাড়াও প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশগ্রহণ নেনে।