পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ডিন, বিভাগীয় চেয়ারম্যান, দফতর প্রধান এবং কর্মকর্তাদের নিয়ে দুইদিনব্যাপী ‘ফাইল অ্যান্ড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট অব ডিফরেন্ট অফিসেস প্রশিক্ষণ কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল। এর আগে শনিবার একই স্থানে প্রশিক্ষেণের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপউপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান।
রিসোর্স পার্সন হিসেবে কর্মশালা পরিচালনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক স্কুলের উপরেজিস্ট্রার মো. আব্দুল্লাহ আল মামুন এবং অর্থ ও হিসাব অফিসের অবসরপ্রাপ্ত উপপরিচালক জি. এম. আনিসুর রহমান।
শনিবারের উদ্বোধনী অনুষ্ঠানে উপউপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, অফিস ব্যবস্থাপনায় আইন ও প্র্যাকটিস গুরুত্বপূর্ণ। যুগের সঙ্গে তাল মিলিয়ে অফিস ব্যবস্থাপনা উন্নত হচ্ছে। সরকারি আইন তথা পিপি আর-৮ মেনে কেনাকাটা করতে হবে। ফাইলের আধুনিক কৌশল ও স্বচ্ছতার জন্য ডি নথি চালু হতে যাচ্ছে।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান বলেন, সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা খুবই গুরুত্বপূর্ণ। মনে রাখতে হবে, সরকারি অর্থ পাওয়ার চেয়ে ব্যয় করা কঠিন। আইন-কানুন জানলে অফিস পরিচালনা ও অর্থ ব্যয় করা কঠিন কিছু নয়। আইন জানার জন্য প্রশিক্ষণের বিকল্প নেই।
দুইদিনের অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. মো. শামীম রেজা।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মো. আসফাকুর রহমান।