চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অমর একুশে উপলক্ষে দুইদিনব্যাপী বইমেলা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে ‘পাঠশালা রাঙ্গুনিয়া’র তত্ত্বাবধানে রাঙ্গুনিয়া কলেজ গেটের বিপরীতে কুলকুরমাই, সন্তোষ বাবুর ঘাটায় এ বইমেলা শুরু হয়।
এ বইমেলা বৃহস্পতি ও শুক্রবার সকাল ৮টা থেকে শুরু হয়ে চলবে বিকেল ৫টা পর্যন্ত।
এবারের বইমেলায় পাঁচটি স্টল রয়েছে। এগুলো হলো- ‘বায়ান্ন’, ‘স্লোগান’, ‘ছোট পাখি’, ‘সমতট’ ও ‘রক্তাক্ত ফাগুন’।
এই পাঁচটি স্টল ছাড়াও আরো একটি স্টল রয়েছে, যার নাম ‘চা-অতিথেয়তা’।
‘ছোট পাখি’ স্টলের এক বইয়ের লেখক বলেন, বই পড়ুন, নিজেকে ঋদ্ধ করুন! আপনার সোনামণিদের মোবাইল ফোনের আসক্তি কমাতে বইয়ের বিকল্প নেই। তাই বই কিনুন, বই পড়ুন এবং আপনার সন্তানদের বই পড়তে উৎসাহিত করুন।
এদিকে, আয়োজকেরা জানিয়েছেন, এই বইমেলায় শিশুতোষ থেকে শুরু করে ছোট থেকে বড় সবার জন্যই সব ধরনের বই পাওয়া যাবে। এখানে থাকছে নাটক, উপন্যাস, গল্প, কবিতা, ফিকশন, নন-ফিকশন, রান্নাবান্না ও খেলাধুলার বই।
আয়োজকেরা আরো জানান, মেলার উদ্দেশ্য বই বিক্রি নয়, রাঙ্গুনিয়ার সবার কাছে বইয়ের খবর পৌঁছে দেয়াই পাঠশালা রাঙ্গুনিয়া উন্মুক্ত পাঠাগারের লক্ষ্য ও উদ্দেশ্য। তারা চেষ্টা করেন, সর্বোচ্চ কম দামে এবং সর্বোচ্চ ছাড়ে বই বিক্রি করতে।