কিশোরগঞ্জে বাসচাপায় দুই স্কুলছাত্র নি*হত | স্কুল নিউজ

কিশোরগঞ্জে বাসচাপায় দুই স্কুলছাত্র নি*হত

আজ সকালে বিদ্যালয়ের ক্রীড়া অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য বাড়ি থেকে তারা একটি মোটরসাইকেলে করে যাচ্ছিল। ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের মধ্যপাড়া এলাকায় পৌঁছালে একটি বাস তাদের চাপা দিয়ে চলে যায়।

#শিক্ষার্থী

কিশোরগঞ্জের কটিয়াদীতে বাসচাপায় দুই স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থী ও উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে কয়েকটি গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ করেন। ঘটনার পর থেকে এখন পর্যন্ত সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কটিয়াদী উপজেলার মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- মধ্যপাড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র আলী আকবর (১৩) ও ষষ্ঠ শ্রেণির জুনায়েদ (১২)। এদের মধ্যে আলী আকবর মধ্যপাড়া গ্রামের ফারুকের ছেলে এবং জুনায়েদ একই এলাকার ফেরদৌসের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে বিদ্যালয়ের ক্রীড়া অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য বাড়ি থেকে তারা একটি মোটরসাইকেলে করে যাচ্ছিল। ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের মধ্যপাড়া এলাকায় পৌঁছালে একটি বাস তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই আলী আকবর নিহত ও জুনায়েদ আহত হয়। স্থানীয়রা জুনায়েদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

এ বিষয়ে কটিয়াদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে এসেছি। আমরা এখনো ঘটনাস্থলে আছি। রাস্তার অবরোধ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

#শিক্ষার্থী