খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় পরিদর্শনে ইউজিসি প্রতিনিধিদল | বিশ্ববিদ্যালয় নিউজ

খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় পরিদর্শনে ইউজিসি প্রতিনিধিদল

কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়টি পরিদর্শন করে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের স্থায়ী সনদ দেয়ার জন্য নির্ধারিত জমিসহ অন্যান্য বিষয় সরেজমিনে পরিদর্শন করা হয়।

#ইউজিসি

খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের স্থায়ী সনদ দেয়ার লক্ষে পরিদর্শন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) একটি প্রতিনিধিদল।

কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়টি পরিদর্শন করে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের স্থায়ী সনদ দেয়ার জন্য নির্ধারিত জমিসহ অন্যান্য বিষয় সরেজমিনে পরিদর্শন করা হয়।

এ সময় ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক ড. মো. সুলতান মাহমুদ ভূইয়া, সিনিয়র সহকারী পরিচালক নূরী শাহরীন ইসলাম এবং সহকারী সচিব মো. আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সিরাজগঞ্জ জেলায় অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয়টির স্থায়ী সনদ দেয়ার জন্য সব শর্ত যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা করতে কমিশন এ কমিটি গঠন করে। এছাড়া একাডেমিক, প্রশাসনিক, আর্থিকসহ বিভিন্ন বিষয় অনুসন্ধানে কমিশন এ কমিটি গঠন করা হয়।

শিক্ষার গুণগতমান নিশ্চিতকরণ, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষে ইউজিসি প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বিস্তারিত আলোচনা করে। এ সময় বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, সদস্য, ট্রেজারার ও রেজিস্টারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

#ইউজিসি