বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মেধাসম্পদ সুরক্ষা ও গবেষণামান আর্ন্তজাতিক পর্যায়ে উন্নীতকরণে ইনটেলেকচ্যুয়াল প্রোপার্টি রাইটস (আইপিআর) বিষয়ে নীলফামারী জেলার সৈয়দপুরে একটি কর্মশালা আয়োজন করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।
বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির সম্মেলন কক্ষে গতকাল বৃহস্পতিবার এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উচ্চশিক্ষার কৌশলগত পরিকল্পনা ২০১৮-২০৩০ বাস্তবায়নের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মেধাস্বত্ব অধিকার নিশ্চিতকরণের প্রয়োজনীয়তা এবং এ বিষয়ে উদ্বুদ্ধকরণে এ কর্মশালা আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সৈয়দপুরের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম হুমায়ুন কবীর ও ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন কমিশনের এসপিকিউএ বিভাগের পরিচালক ড. দুর্গা রানী সরকার।
কর্মশালায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সৈয়দপুর, পুন্ড্র ইউনিভার্সিটি অব সাইন্স অ্যান্ড টেকনোলজি, খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়, তিস্তা বিশ্ববিদ্যালয় রংপুর এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষকরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় টেকনিক্যাল সেশনে পেটেন্ট নিবন্ধন বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরেন ইউজিসির এসপিকিউএ ডিভিশনের উপ-পরিচালক মোহাম্মদ মনির উল্লাহ এবং পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের উপ-পরিচালক মো. হাবিবুর রহমান।