অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে শহীদ মিনারের বেদিতে পুস্পাস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান বলেন, এবারের একুশে দুঃশাসনের বোঝা নেই। এটাই নতুন একুশের তাৎপর্য। ৫২'র ভাষা আন্দোলন, ৭১'র মুক্তিযুদ্ধ এবং ২৪'র গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে। এসময় তিনি রাজনীতিতে বিদ্বেষ ও উস্কানি পরিহার করে সহনশীলতার চর্চা করার আহ্বান জানান।
কমিশনের আরেক সদস্য প্রফেসর ড. মো. সাইদুর রহমান বলেন, ২৪'র লড়াই বাক স্বাধীনতা, ঘুরে দাঁড়ানো এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আন্দোলন। এর মাধ্যমে রাজনৈতিক অনাচার থেকে জাতি মুক্তি পেয়েছে। তিনি ২৪'র গণ অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ স্মরণ করা, অতীতের ভুল থেকে শিক্ষা নেওয়া এবং রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখার আহ্বান জানান।
এ সময় ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের পরিচালক ও ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ওমর ফারুখ, পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক ও অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ড. মো. মহিব্বুল আহসান, কমিশনের কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন খানসহ অফিসার্স অ্যাসোসিয়েশন ও কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ এবং ইউজিসি'র কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।