ছাত্র-জনতার ঐক্য দেশ গড়ার কাজে নতুন দিগন্ত তৈরি করবে: ড. কামাল হোসেন | বিবিধ নিউজ

ছাত্র-জনতার ঐক্য দেশ গড়ার কাজে নতুন দিগন্ত তৈরি করবে: ড. কামাল হোসেন

রোববার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশের সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন তার জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন।

গণফোরামের প্রতিষ্ঠাতা ও ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, কোনো অশুভ শক্তি বা ষড়যন্ত্র যেনো এই রক্তস্নাত বিজয় ও মহান মুক্তিযুদ্ধের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে বাধা সৃষ্টি করতে না পারে এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।

আমি আশাকরি বতর্মান পরিস্থিতিতে ছাত্র-জনতার যে ঐক্য গড়ে উঠেছে তা দেশ গড়ার কাজে নতুন দিগন্ত তৈরি হবে।

রোববার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশের সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন তার জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন।

তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতার মূল লক্ষ্য ছিল গণতন্ত্র, ন্যায়বিচার, মানবাধিকার প্রতিষ্ঠা ও শোষণমুক্ত সমাজ গড়ে তোলা। কিন্তু বিগত ৫৪ বছরে তা অর্জনে আমরা ব্যর্থ হয়েছি।

'২৪ এর ছাত্র-জনতার গণ-আন্দোলনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার এক নতুন সুযোগ তৈরি হয়েছে। দেশের জনগণ স্বপ্ন দেখছে স্বাধীন ও বৈষম্যমুক্ত এক নতুন বাংলাদেশের।

আমাদের মনে রাখতে হবে বিগত সময়ে রাষ্ট্রের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দলীয়করণের ফলে প্রায় অকার্যকর হয়ে পড়েছিলো।

ড. কামাল বলেন, এসব প্রতিষ্ঠানগুলো সংস্কার করতে এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে তাদেরকে সার্বিক সহযোগিতা করা সব রাজনৈতিক দল ও জনগণের নৈতিক দায়িত্ব।

যাতে যথাসময়ে অভীষ্ট যাতে সংস্কার কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়ন করে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে গণতন্ত্র উত্তরণের পথ সুগম হয়।