প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজকে হত্যার প্রতিবাদে বরিশালের বিভিন্ন কলেজে মানববন্ধন হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) বেলা ১২টায় বরিশাল সরকারি বিএম কলেজের সামনে মানববন্ধন করেন বিএম কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।
তারা ছাত্রদল নেতা পারভেজের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বিএম কলেজ ছাত্রদলের আহ্বায়ক মাজাহারুল ইসলাম বাবু। এ সময় উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এনামুল হাসান তসলিম, বিএম কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ বাবর খালেক, মো. ইলিয়াস তালুকদারসহ বিএম কলেজ সাধারণ শিক্ষার্থীরা।