স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ | বিশ্ববিদ্যালয় নিউজ

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

বিক্ষোভকারীরা বলেন, গত কয়েকদিনে সারাদেশের বিভিন্ন স্থানে একাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে। ছিনতাই ডাকাতির ঘটনা ঘটেছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে।

#শিক্ষার্থী #স্বরাষ্ট্র উপদেষ্টা

সারাদেশে সম্প্রতি একের পর এক ধর্ষণের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধে উত্তাল হয়ে উঠেছে বরিশাল। এসব কর্মসূচি থেকে ধর্ষকের বিচার ও শাস্তি নিশ্চিত এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

সোমবার সকালে প্রথমে কেন্দ্রীয় শহীদ মিনার বেদীতে বিক্ষোভ করে সাধারণ ছাত্র-জনতা।

পরে বেলা ১১টায় শিক্ষার্থীদের অপর একটি অংশ নগরীর চৌমাথায় মানববন্ধন করে। একপর্যায়ে তারা সড়ক অবরোধ করে। এতে বরিশাল - কুয়াকাটা মহাসড়ক অবরুদ্ধ হয়ে যায়। আটকে যায় অসংখ্য যানবাহন।

বিক্ষোভকারীরা বলেন, গত কয়েকদিনে সারাদেশের বিভিন্ন স্থানে একাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে। ছিনতাই ডাকাতির ঘটনা ঘটেছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। এই অবস্থায় অপরাধীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান তারা। একইসঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় এবং অপরাধীদের গ্রেফতারে ব্যর্থ হওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তারা। কিছু সময় পর সড়ক অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।

#শিক্ষার্থী #স্বরাষ্ট্র উপদেষ্টা