মাভাবিপ্রবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নানা আয়োজন | বিশ্ববিদ্যালয় নিউজ

মাভাবিপ্রবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নানা আয়োজন

পুষ্পস্তবক অর্পণ শেষে ১ মিনিট নীরবতা পালন ও ভাষা শহীদদের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে দিবসের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আনোয়ারুল আজীম আখন্দের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ক্যাম্পাস্থ শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়।

এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, অফিসার্স অ্যাসোসিয়েশন, তৃতীয় শ্রেণি কর্মচারী সমিতি, চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতি, ভাসানী পরিষদ, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল, ধ্রুবতারা, মাভাবিপ্রবি সাহিত্য সংসদ, মাভাবিপ্রবি ডিবেটিং সোসাইটি, আলোড়ন, ক্যারিয়ার ক্লাব, ম্যাথ ক্লাব, বাঁধন মাভাবিপ্রবি ইউনিট, নৃত্যধারা, রোটারেক্ট ক্লাব অব মাওলানা ভাসানী, মাভাবিপ্রবি ট্যুরিজম অ্যান্ড এডভেঞ্চার ক্লাব, কাম ফর রোড চাইল্ড (সিআরসি)-সহ ছাত্র-ছাত্রীদের অনান্য সংগঠনের পক্ষ থেকেও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পুষ্পস্তবক অর্পণ শেষে ১ মিনিট নীরবতা পালন ও ভাষা শহীদদের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এছাড়া ভোরে প্রশাসনিক ভবনের সামনে সূর্যোদয়ের সাথে সঙ্গে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, বিশ্ববিদ্যালয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করা হয়।

বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ দোয়া ও বেলা ১১টায় ক্যাম্পাসের মন্দিরে প্রার্থনার আয়োজন করা হয়। সব কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করে।