বরিশালে নানা আয়োজনে পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশের প্রথম প্রহরে বরিশাল কেন্দ্রীয় শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিভাগীয় ও জেলা প্রশাসন বরিশাল। এছাড়াও জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারসহ সর্বস্তরের জনগণ পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
ভোর থেকে বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ ব্যক্তিগত পর্যায়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান।
অনেক অভিভাবক তাদের সন্তানদের নিয়ে আসেন শ্রদ্ধা নিবেদনের জন্য। বেলা বারার সঙ্গে সঙ্গে শহীদ মিনারে মানুষের ঢল নামে। এক পর্যায়ে ফুলে ফুলে ভোরে যায় বরিশালের কেন্দ্রীয় শহীদ মিনার।
এ সময় শ্রদ্ধা নিবেদনকারীরা জানান, ২৪ এর আন্দোলনে নতুন বাংলাদেশ হয়েছে। তারা বৈষম্যহীন বাংলাদেশ চান।
এদিকে সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মো. রায়হান কাওছার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন।
শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন।
পরে বিভিন্ন বিষয়ের ওপর প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। পরিশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।