সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে রাজধানীর শহীদ মিনারে সমাবেশ করছেন শিক্ষকরা। বিকেলের মধ্যে সরকারের কোনো দায়িত্বশীল ব্যক্তি শিক্ষকদের সঙ্গে সাক্ষাৎ না করলে যমুনার উদ্দেশে মার্চ করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।
এর আগে শুক্রবার সকালে এ সমাবেশ শুরু হয়। ভোর থেকেই সারাদেশ থেকে শিক্ষকরা এসে শহীদ মিনারে জড়ো হন।
সমাবেশে শিক্ষকদের ‘এক দফা, এক দাবি, শিক্ষকদের ১০গ্রেড’, ‘জেগেছে রে জেগেছে, শিক্ষক সমাজ জেগেছে’, ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’ বলে স্লোগান দিতে দেখা যায়।
রাজারহাট উপজেলার সমন্বয়ক মনিরুল হক বসুনিয়া বলেন, আমরা জানি প্রধান উপদেষ্টা এখন দেশে নেই। কিন্ত তার উইং তো আছে।
তিনি আরো বলেন, আমরা চাই সরকারের কোনো দায়িত্বশীল দুইটার মধ্যে আমাদের সঙ্গে দেখা করুক। দায়িত্বশীল বলতে সরকারের উপদেষ্টা বা শিক্ষা উপদেষ্টা।