ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ কবে হবে, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। প্রশ্নপত্রের গরমিল নিয়ে কিছুটা জটিলতা তৈরি হওয়ায় ফল প্রকাশের সম্ভাব্য তারিখ এখনো ঠিক করা হয়নি বলে জানিয়েছে ঢাবির অনলাইন ভর্তি পরীক্ষা কমিটি।
বৃহস্পতিবার ঢাবির অনলাইন ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান জানান, জটিলতা থাকলেও এক মাসের মধ্যেই ফল প্রকাশের চেষ্টা চলছে।
তিনি বলেন, ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল প্রকাশের বিষয়ে এখনো কিছু জানায়নি। তবে নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশ করা যাবে বলে আশা করছি। জটিলতা থাকলেও বিষয়টি নিয়ে কাজ করছে কর্তৃপক্ষ।
তিনি আরো বলেন, আগামী ২৫ থেকে ২৭ ফেব্রুয়ারির মধ্যে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হতে পারে। আর বিজ্ঞান ইউনিটের ফলাফল আগামী ১৫ থেকে ১৭ মার্চের মধ্যে প্রকাশ করা হবে। সাধারণত এক মাসের মধ্যে এ ফল প্রকাশ করা হয়।
ব্যবসায় শিক্ষা ইউনিটে ১ হাজার ৫০ আসনে ভর্তি হতে ৪০ হাজার ৯৭৩ শিক্ষার্থী আবেদন করেছেন। প্রতি আসনের বিপরীতে প্রতিযোগিতা করে ৩৯ ভর্তি–ইচ্ছুক পরিক্ষার্থী।