পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন, যা বললেন কুয়েট উপাচার্য | বিশ্ববিদ্যালয় নিউজ

পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন, যা বললেন কুয়েট উপাচার্য

শিক্ষার্থীদের এসব দাবি-দাওয়া ও উপাচার্যের পদত্যাগের বিষয়ে এক সাক্ষাৎকারে অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ বলেন, ভিসি এবং প্রো-ভিসি পদত্যাগ নিয়ে আন্দোরনরত শিক্ষার্থীদের দাবি যৌক্তিক নয়। তবে বাকি ৫টি দাবি আমাদের কাছে যৌক্তিক মনে হয়েছে, সেগুলো পূরণ করা হয়েছে।

#বিশ্ববিদ্যালয়

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ, উপ-উপাচার্য অধ্যাপক ড. শরিফুল ইসলামের পদত্যাগ এবং নতুন নিয়োগসহ ছয় দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার জন্য ৮০ শিক্ষার্থী বর্তমানে ঢাকার অবস্থান করছেন। রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে মাথায় লাল কাপড় বেঁধে তারা কুয়েট ক্যাম্পাস থেকে বাসে করে রওনা হন। পরে দুপুরে ঢাকায় পৌঁছে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছেন।

শিক্ষার্থীদের এসব দাবি-দাওয়া ও উপাচার্যের পদত্যাগের বিষয়ে এক সাক্ষাৎকারে অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ বলেন, ভিসি এবং প্রো-ভিসি পদত্যাগ নিয়ে আন্দোরনরত শিক্ষার্থীদের দাবি যৌক্তিক নয়। তবে বাকি ৫টি দাবি আমাদের কাছে যৌক্তিক মনে হয়েছে, সেগুলো পূরণ করা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ছাত্ররাজনীতি নিষিদ্ধের পক্ষে-বিপক্ষে অবস্থান নেয়াকে কেন্দ্র করে কুয়েট সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছাত্রদলের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে।

এদিকে ঘটনার পর মঙ্গলবার রাত ১০টার দিকে উত্তেজিত শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদকে ক্যাম্পাসকে অবরুদ্ধ করে ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগের দাবিতে আন্দোলনে রয়েছে শিক্ষার্থীরা।

অন্যদিকে এ ঘটনার পর ঢাকায় অবস্থান করছেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ। রবিবার (২৩ জানুয়ারি) দুপুরে এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি মনে করি, ভিসি এবং প্রো-ভিসি পদত্যাগ নিয়ে শিক্ষার্থীদের দাবি যৌক্তিক নয়। তারা আমাদের কাছে যে ৫টি দাবি রেখেছে তারা যদি মনে করে ওই পাঁচটি দাবি পূরণ হয়নি, তাহলে তা বলুক। কিন্তু আমরা ইতোমধ্যে তাদের সব দাবি মেনে নিয়েছি।

তিনি আরও বলেন, ভিসি এবং প্রো-ভিসি সিন্ডিকেট সদস্য। আমাদের সরকার বিশ্ববিদ্যালয় পরিচালনার দায়িত্ব দিয়েছে, এবং আমরা প্রশাসনিকভাবে সেটি সুন্দরভাবে পরিচালনা করছি। আমাদের বিশ্বাস, আমরা আরও ভালোভাবে বিশ্ববিদ্যালয় চালাতে পারব।

#বিশ্ববিদ্যালয়