প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে যা জানা গেলো | চাকরির খবর নিউজ

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে যা জানা গেলো

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে নারী কোটা বাতিল করে নতুন একটি বিধিমালা তৈরির উদ্যোগ নেয়া হয়েছে।

#নিয়োগ #স্কুল #শিক্ষক #নিয়োগ বিজ্ঞপ্তি

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের জন্য নতুন বিধিমালা চূড়ান্ত করার কাজ চলছে। এটি চূড়ান্ত করার পরই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সোমবার (২৮ এপ্রিল) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) সূত্রে এই তথ্য জানা গেছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা জানান, এখন পর্যন্ত সহকারী শিক্ষক নিয়োগের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের ব্যাপারে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে নারী কোটা বাতিল করে নতুন একটি বিধিমালা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে খসড়া বিধিমালা প্রস্তুত করা হয়েছে। চূড়ান্ত অনুমোদনের পর এই বিধিমালা অনুযায়ী নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

এদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে বিদ্যমান ৬০ শতাংশ নারী কোটা এবং ২০ শতাংশ পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রস্তাবিত ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’-এর খসড়া থেকে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী কোটার সংখ্যা কমিয়ে ৭ শতাংশে আনা হচ্ছে। বাকি ৯৩ শতাংশ আসন খালি থাকবে মেধার ভিত্তিতে প্রতিযোগিতার জন্য। মুক্তিযোদ্ধা কোটার আওতায় মুক্তিযোদ্ধার সন্তান, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ৭ শতাংশ কোটা থাকবে।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল   SUBSCRIBE  করতে ক্লিক করুন।

#নিয়োগ #স্কুল #শিক্ষক #নিয়োগ বিজ্ঞপ্তি