বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের এত টাকা কোথা থেকে আসে, এমন প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন। শুক্রবার (৭ মার্চ) বিকেল ৩টায় নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলার কনফারেন্স কক্ষে সংবাদ সম্মেলনে এ প্রশ্ন তোলেন তিনি।
তিনি বলেন, আমারা গণমাধ্যমে ছাত্রশিবিরের সেক্রেটারিকে বলতে শুনেছি তারা প্রতিদিন গণ-ইফতার কর্মসূচিতে ৩ লাখ টাকা ব্যয় করছেন। আমাদের প্রশ্ন হচ্ছে, তারা এত টাকা কীভাবে উপার্জন করছেন। তাদের আয়ের উৎস কী? একটি সাধারণ ছাত্র সংগঠন মাসে ৯০ লাখ টাকা কোথায় পাচ্ছে এই আমরা গণমাধ্যমের মাধ্যমে শিবিরের কাছে জানতে চাই
সংবাদ সম্মেলনে নাছির বলেন, সাধারণ শিক্ষার্থীরা ছাত্রদলের ইতিবাচক রাজনীতিকে যেভাবে গ্রহন করছে তার বিপরীতে আমরা দেখছি কিছু সংগঠন ছাত্রদলের ইতিবাচক রাজনীতিকে বিভ্রান্তকর করার জন্য নামে-বেনামে প্রোপাগাণ্ডা করছে।
সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির নেতা সারজিস আলমের সঙ্গে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এলাকায় সংঘটিত ঘটনার বর্ণনা দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম বলেছেন, সারজিস আলমের সঙ্গে ছাত্রদলে কোনো বিরোধ হয়নি। তবে সারজিস আলমের শোডাউনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসী ও জুলাই আগস্টের গণহত্যার আসামীদের দেখা গেছে। এভাবে জাতীয় নাগরিক পার্টি ও তাদের ছাত্র সংঠনে ছাত্রলীগেরে নেতাকর্মীদের পুনর্বাসন হচ্ছে। আমরা নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের পুনর্বাসনের নিন্দা জানাচ্ছি।
তিনি আরো বলেন, সারজিস আলম ওই ঘটনাকে রাজনৈতিক রুপ দিতে ছাত্রদলকে দায়ী করে ফেসবুকে পোস্ট করেন। তার দাবী সম্পূর্ণ ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত। তার পোস্টে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সন্ত্রাসী, টোকাই হিসেবে উল্লেখ করে সারাদেশের শিক্ষার্থীদের অপমান করেছেন। দেশের যেকোনো জায়গায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে উদ্দেশ্য প্রণোদিতভাবে ছাত্রদলের নাম জুড়ে দেয়া হয় যা দুরভিসন্ধিমূলক ও অত্যন্ত উদ্বেগজনক।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।