সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন, বেসরকারি পাঠাগারকে ঘিরে ব্যাপক হারে দুর্নীতি হয়েছে। যেখানে পাঠাগারের কোন অস্তিত্ব নেই সেখানে ৭ থেকে ৮ লাখ টাকা করে অনুদান দেয়া হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন উপলক্ষে শাহবাগে জাতীয় জাদুঘরে আয়োজিত প্রেস কনফারেন্সে এসব কথা বলেন তিনি।
মোস্তফা সরোয়ার ফারুকী আরো বলেন, আগামী অর্থ বছরের আগে এ বিষয়ে তদন্ত শেষ করার নির্দেশ দেয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পরে ভুয়া পাঠাগারের বিরুদ্ধে ব্যবস্থাসহ তা বাতিল করা হবে। এবং প্রকৃত পাঠাগারে আর্থিক বরাদ্দ বাড়ানো হবে।
পাবলিক লাইব্রেরির সব বই ই বুক করার বিষয়ে আলোচনা হচ্ছে জানিয়ে সংস্কৃতি উপদেষ্টা বলেন, বিভিন্ন জেলায় অবস্থিত লাইব্রেরী গুলোও ব্যবহার উপযোগী করছে সরকার। নতুন গভর্নিং বডি আগামী ৩ বছরের মধ্যে জাতীয় জাদুঘরে ভালো কিছু পরিবর্তন করতে পারবে বলেও আশা প্রকাশ করেন তিনি।