ননক্যাডার পদে বেশি সংখ্যক সুপারিশের জন্য কাজ চলমান: পিএসসি চেয়ারম্যান | বিসিএস নিউজ

ননক্যাডার পদে বেশি সংখ্যক সুপারিশের জন্য কাজ চলমান: পিএসসি চেয়ারম্যান

, বিসিএস পরীক্ষার খাতা দেখার ডাবল এক্সামিনার পদ্ধতি ছিল। সেটায় কিছুটা পরিবর্তন করে নতুন একটা নিয়মে খাতা দেখা হবে।

#বিসিএস

সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম বলেছেন, বিসিএস নন ক্যাডারে বেশি পরিমাণে সুপারিশের জন্য আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। এ ব্যাপারে মন্ত্রণালয় যে নির্দেশনা দেবে সে অনুযায়ী আমরা কাজ করবো। এ ব্যাপারে কাজ চলছে।

বৃহস্পতিবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম একথা বলেন।

মোবাশ্বের মোনেম বলেন, বিসিএস পরীক্ষার খাতা দেখার ডাবল এক্সামিনার পদ্ধতি ছিল। সেটায় কিছুটা পরিবর্তন করে নতুন একটা নিয়মে খাতা দেখা হবে। যাতে আমরা খুব দ্রুত ফলাফল দিতে পারি। এটা ৪৭তম বিসিএস থেকে চালু হতে পারে।

মোবাশ্বের মোনেম বলেন, ২০২৩ খ্রিষ্টাব্দে নিয়োগ বিধিমালা পরিবর্তনের জন্য কাজ করছি আমরা। এতে আরও বেশি প্রার্থীদের জন্য নন ক্যাডার পদে সুপারিশ করা সম্ভব হবে। পুরো কমিশনের কাজের প্রক্রিয়া সুনির্দিষ্ট সময়ে শেষ করার জন্য আমরা একটা মাস্টার ক্যালেন্ডার তৈরি করি। যাতে করে বিসিএস পরীক্ষার মধ্যে আর কোনো ধরনের জট না থাকে। এছাড়া বিসিএস প্রক্রিয়ায় গতি বৃদ্ধি ও স্বচ্ছ করতে আমরা কাজ করছি।

পিএসসি চেয়ারম্যান বলেন, কমিশনের স্বচ্ছতা বজায় রাখার জন্য আমরা শিক্ষার্থীদের সকল নম্বর জানিয়ে দিব। গত ৫৪ বছরের একটা প্রতিষ্ঠানের কোনো মিশন-ভিশন ছিল না। কিন্তু আমরা আসার পর থেকে একটা মিশন-ভিশন তৈরি করেছি। সেটার লক্ষ্যে আমরা রাত-দিন কাজ করছি। আমরা বর্তমানে সাপ্তাহিক ছুটির একদিন বাদ দিয়েও কাজ করছি। দুই শিফটে ভাইভা নিচ্ছি। এছাড়া শিক্ষার্থীদের স্বার্থে সর্বোচ্চ কাজ করার চেষ্টা করছি।

তিনি বলেন, এক থেকে দেড় বছরের মধ্যে পিএসসি জট কমিয়ে আনবে। আগামী ৩ থেকে ৪ মাসের মধ্যে জট খোলার অগ্রগতি দেখা যাবে। এ জন্য কোনো পরীক্ষা পেছাতে চাইছি না, অন্য দেশের সিলেবাস জোগাড় করেছি। বিসিএসের সিলেবাস যুগোপযোগী করার কাজ করছি। ৪৯ থেকে যুগোপযোগী সিলেবাস হবে। গবেষণা হচ্ছে। নতুন সিলেবাস এমন হবে, চাকরিপ্রার্থীরা যেন বিশ্বে নিজেকে যোগ্য করে তুলতে পারে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পিএসসি সচিব ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়া। এ ছাড়াও উপস্থিত ছিলেন পিএসসি সদস্য চৌধুরী সায়মা ফেরদৌস, ডক্টর আমিনুল ইসলাম, সুজয়েত উল্লাহ, মিস্টার নুরুল কাদির, ব্রিগেডিয়া আনোয়ারুল ইসলাম।

#বিসিএস