ঢাবি বিতর্ক সংসদের সভাপতি জুবায়ের, সম্পাদক রাগীব | বিশ্ববিদ্যালয় নিউজ

ঢাবি বিতর্ক সংসদের সভাপতি জুবায়ের, সম্পাদক রাগীব

তারা একবছরের জন্য এই কমিটির দায়িত্ব পালন করবেন।

#বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিতর্ক সংসদের সভাপতি হিসেবে বিজয় একাত্তর হলের জুবায়ের হোসেন এবং সাধারণ সম্পাদক পদে কবি জসীম উদ্দিন হলের রাগীব আনজুম নির্বাচিত হয়েছেন।

তারা এক বছরের জন্য এই কমিটির দায়িত্ব পালন করবেন।

জুবায়ের বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটে অধ্যয়নরত। অন্যদিকে রাগীব বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগে পড়ছেন।

শনিবার (২৬ এপ্রিল) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মুহাম্মদ মাহবুব কায়সার, সহকারী প্রক্টর মিসেস শেহরীন আমিন ভূঁইয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহি।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. এসএম শামীম রেজা।

সহকারী নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন আদনান মুস্তারি ও অর্পিতা গোলদার।

নির্বাচনে ১৮টি ভোটের মধ্যে ১৫টি ভোট পেয়ে জুবায়ের হোসেন সভাপতি নির্বাচিত হয়েছেন এবং ১৮টির মধ্যে ১৩টি ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাগীব আনজুম।

#বিশ্ববিদ্যালয়