এইচএসসির অ্যাডমিট কার্ড দিতে সরকারি কলেজের টাকা আদায়
কুড়িগ্রামের চিলমারী সরকারি কলেজ কর্তৃপক্ষ আসন্ন এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র দিতে পরীক্ষার্থীদের কাছ থেকে ৫০০ টাকা করে আদায় করছে বলে অভিযোগ উঠেছে। পরীক্ষার্থীরা বলছেন, ৫০০ টাকা না দিলে কলেজ কর্তৃপক্ষ তাদের অ্যাডমিট কার্ড দিচ্ছে না। এদিকে মূল সনদ নিতেও এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের গুণতে হচ্ছে টাকা।