নতুন শিক্ষাক্রম এসএসসিতে ফেল করলে সনদ নয় মার্কশিট পাবে শিক্ষার্থীরা
নতুন শিক্ষাক্রমে এসএসসি পরীক্ষায় এক বা দুই বিষয়ে ফেল করলেও একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ রাখা হচ্ছে। তবে পরের দুই বছরের মধ্যে তাকে পাবলিক মূল্যায়নে অংশ নিয়ে বিষয়গুলোতে উত্তীর্ণ হতে হবে। এ বিষয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, এসব শিক্ষার্থীদের মার্কশিট (নম্বরপত্র) দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।