হাজিদের যেসব কারণে দম ও সদকা দিতে হয়
হজ বা ওমরার মধ্যে এমন কিছু ভুল ত্রুটি হতে পারে যার কারণে দম দেওয়া ওয়াজিব হয়ে যায়। আবার এমন কিছু ভুল-ত্রুটিও হয়ে যায়, যার কারণে দম ওয়াজিব হয় না, তবে সদকা ওয়াজিব হয়।
দম বলতে সাধারণভাবে একটি পুরো বকরি, ভেড়া , দুম্বা কিংবা গরু, মহিষ ও উটের এক সপ্তমাংশ বোঝায়।