আইসল্যান্ডে এক দিনে ১ হাজার ৬০০ বার ভূমিকম্প
আইসল্যান্ডের রাজধানী রেকজাভিকের আশেপাশের এলাকায় প্রায় ১৬০০টি কম্পন রেকর্ড করা হয়েছে। দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, এটি অগ্ন্যুৎপাতের ইঙ্গিত হতে পারে। আইসল্যান্ডের আবহাওয়া অফিস (আইএমও) উল্লেখ করেছে যে মঙ্গলবার বিকেল চারটার দিকে ভূকম্পন শুরু হয়েছিল মাউন্ট ফ্যাগ্রাডালসফজলের নীচে, যা একটি আগ্নেয়গ