জেন-জি ও তাদের মনস্তত্ত্ব
প্রতিটি প্রজন্মই তার আগের প্রজন্ম থেকে এগিয়ে থাকে। অন্য কিছুতে না হলেও প্রযুক্তিতে অবশ্যই এগিয়ে থাকে। আমাদের বাবাদের তারুণ্য ছিলো রেডিওনির্ভর। কালক্রমে টিভি, ভিসিপি, ভিসিআর—শেষ পর্যন্ত কেবল টিভি চ্যানেল দেখে গেছেন। তারা মুঠোফোন ভালো চালাতে জানতেন না।